ভারতে নতুন বন্ধু পেলেন প্রিয়াংকা

ভারতে নতুন বন্ধু পেলেন প্রিয়াংকা

নিজের দেশ ছেড়ে হলিউডে পেতেছেন সংসার, কাজও করছেন সেখানেই। তবু দেশ ছেড়ে কি থাকা যায়। গত কয়েক মাসে মাঝে মধ্যেই প্রিয়াংকা চোপড়াকে দেখা গিয়েছে ভারতে। নতুন করে এ দেশে ছবির কাজও শুরু করবেন বলে শোনা গিয়েছে। এরই মধ্যে ফের তিনি দেশে ফিরেছেন। এ বার এসেছেন রাজস্থানে। রাজকীয় সফরে মুগ্ধ অভিনেত্রী।

 

ertisementরোববার সকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক ছবি ও ভিডিও ভাগ করে নিয়েছেন ‘দেশি গার্ল’। রাজস্থানের জয়পুরে তিনি উঠেছেন এক বিলাসবহুল প্রাসাদ রিসোর্টে। সেখানকার মহল, খাওয়াদাওয়া থেকে স্থানীয় শিল্পীর সঙ্গীত নিবেদন— সবই তুলে ধরেছেন অভিনেত্রী। আর সব থেকে বেশি মন কেড়েছে বাগানে ঘুরে বেড়ানো ময়ূর। রোববার সকালে ঘুম চোখ খুলে তাকেই প্রিয়াংকা বন্ধু বলে সম্বোধন করেছেন।

মনোরম দৃশ্যপটে দেখা যায় একটি ময়ূর লেজ ঝুলিয়ে বসে রয়েছে বাগানের প্রাচীরে। আবার একটি ময়ূরকে দেখা যায় ঘুরে বেড়াতে। সাবেক বিশ্বসুন্দরীকে দেখে বুঝি খুশি ময়ূরেরাও। তাই সুন্দরীর ক্যামেরার লেন্সে নাচ দেখিয়ে দিতেও বিন্দুমাত্র দ্বিধা নেই তাদের। ঠিক একই ভাবে অভিনেত্রীর মন জয় করতে স্থানীয় শিল্পীরা তাদের বাদ্যযন্ত্রে তুলেছেন লোকসুর। আর খাওয়ার পাতে প্রিয়াংকা বেছে নিয়েছেন রাজস্থানের নিজস্ব থালি। সেখানে নজর কাড়ছে শিঙাড়া, চাটনিসহ নানা পদ।

দীর্ঘ দিন পর প্রিয়াংকাকে দেখা যাবে কোনো ভারতীয় ছবিতে। এসএস রাজামৌলীর এ ছবিতে মহেশ বাবু, পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে তাকে দেখা যাবে। তবে ছবিটির নাম এখনো স্থির হয়নি।

এরই পাশাপাশি হলিউডের কাজ চলছে পুরোদমে। শিগগিরই ইদ্রিস এলবা এবং জন সিনার সঙ্গে ‘হেডস অফ স্টেট’ ছবিতে দেখা যাবে তাকে। রুশো ব্রাদার্সের মার্কিন ওয়েব সিরিজ ‘সিটাডেল ২’-তে তিনি নাদিয়ার চরিত্রে ফিরছেন তিনি। এ সিরিজের শুটিং শেষ হয়েছিল ২০২৪ সালের নভেম্বর নাগাদ। তবে ‘সিটাডেল ২’ কবে মুক্তি পাবে তা এখনো জানা যায়নি।

বড় পর্দায় মুক্তি পাওয়ার আগেই অনলাইনে ফাঁস ‘সিকান্দার’, দুশ্চিন্তায় নির্মাতারা পরবর্তী

বড় পর্দায় মুক্তি পাওয়ার আগেই অনলাইনে ফাঁস ‘সিকান্দার’, দুশ্চিন্তায় নির্মাতারা

কমেন্ট