কৃষ ফ্র্যাঞ্চাইজির তিন চরিত্রে হৃত্বিক, ফিরছেন প্রীতি-প্রিয়াঙ্কাও

কৃষ ফ্র্যাঞ্চাইজির তিন চরিত্রে হৃত্বিক, ফিরছেন প্রীতি-প্রিয়াঙ্কাও

কৃষ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। ‘কৃষ ৪’ এ নতুন চমক নিয়ে ফিরবে টিম, যার জন্য কোনো কমতি রাখতে চাইছেন না তারা।

এরমধ্যেই খবর, ‘কৃষ ৪’-এ হৃত্বিক রোশনের সঙ্গে ফিরবেন রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয় সবাই। শুধু তাই নয়, এবার জানা গেল, ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়াও।

 
ফ্র্যাঞ্চাইজির আগের গল্পগুলোয় দ্বৈত চরিত্রে ছিলেন হৃত্বিক, এবার তাকে একসঙ্গে তিনটি চরিত্রে দেখা যাবে। বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃষের পাশাপাশি এ পর্বে মূল খলনায়কও হৃত্বিক নিজে। অতীত, বর্তমান ও ভবিষ্যতে টাইম ট্রাভেল করবে গল্প। 

কৃষের আগের পর্বগুলো পরিচালনা করেছিলেন রাকেশ রোশন।

গত বছর তিনি পরিচালনা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তাই হৃত্বিক নিজেই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি পরিচালনার দায়িত্ব নিয়েছেন।
এত কিছুতে পরিবর্তন এলেও নায়িকা বদল হয়নি। নায়িকা হিসেবে তিনি প্রিয়াঙ্কাকেই বেছে নিয়েছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।

 
জানা গেছে, হৃত্বিক বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেছেন। কৃষের প্রেমিকা প্রিয়া মেহরার চরিত্রে তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে সেখানে।

পিঙ্কভিলা জানিয়েছে, এবার যেহেতু হৃত্বিক নিজেই পরিচালকের আসনে, তাই এ প্রজেক্ট নিয়ে বেশি উৎসাহী প্রিয়াঙ্কা। কৃষ ফোর নিয়ে হৃত্বিকের ভাবনা শুনে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী।

তাই সম্মতি দিতে বেশি সময় নেননি। ২০২৬ সালের শুরুর দিকে শুরু হবে কৃষ ফোরের শুটিং।

পাকিস্তানে ঝড় তুলল কারিনার ভিডিও! পরবর্তী

পাকিস্তানে ঝড় তুলল কারিনার ভিডিও!

কমেন্ট