সালমান খানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, সেই যুবক গ্রেফতার

সালমান খানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, সেই যুবক গ্রেফতার

বাংলা নববর্ষের প্রথম দিনেই বলিউডের ‘ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। সেই ব্যক্তিটিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতার ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবার দাবি করেছে।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৪ এপ্রিল সকালে মুম্বাই ট্রাফিক পুলিশের হেলপ লাইন হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি বার্তা পাঠানো হয়েছে, যেখানে লেখা রয়েছে তারা (হুমকিদাতা) সালমানের বাড়িতে ঢুকে তাকে হত্যা করবে এবং তার গাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেবে। 

গুজরাটের বরোদার কাছে এক গ্রাম থেকে সালমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

যিনি হুমকি দিয়েছিলেন তার বয়স ২৬ বছর। তবে অজ্ঞাত ব্যক্তিটির নাম এখনো প্রকাশ্যে আসেনি। ২৬ বছরের তরুণ বরোদার কাছের গ্রামের বাসিন্দা। প্রথমে পুলিশ সমন পাঠিয়ে দুই থেকে তিন দিনের মধ্যে তাকে হাজির থাকার জন্য আদেশ পাঠিয়েছিল।

কিন্তু এ মামলার গুরুত্ব বুঝে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে যে হুমকির বার্তা পাঠানো ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন।

পরিবারের দাবি, এই তরুণের এখন চিকিৎসা চলছে। তরুণের পরিবারের দাবি কতটা সত্য, এর তদন্ত করছে পুলিশ।

গত বছর সালমানের মুম্বাইয়ের বান্দ্রার গ্যালক্সি অ্যাপার্টমেন্টের গেইটে গুলিবর্ষনের পর অভিনেতার নিরাপত্তা জোরদার করা হয়। গত বছর মুম্বাই পুলিশ অভিনেতাকে তার পানভেল ফার্মহাউসে হত্যা করার একটি ষড়যন্ত্রের কথাও জানিয়েছেন।

প্রিয়াংকার সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন কারিনা পরবর্তী

প্রিয়াংকার সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন কারিনা

কমেন্ট