দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করলেন ‘টোয়াইলাইট’খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট

দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করলেন ‘টোয়াইলাইট’খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট

প্রেম করেছেন দীর্ঘদিন। বাগদানও সেরেছেন আগেই। এবার গোপনেই বিয়ে সারলেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। দীর্ঘদিনের বান্ধবী ডিলান মেয়ারকে বিয়ে করেছেন স্টুয়ার্ট।

খুব কাছের কিছু বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতে নিজেদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এ সমকামী যুগল। 
২০১৯ সালের অক্টোবর মাসে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ক্রিস্টেন ও ডিলান। ২০২১ সালে বাগদান সেরেছিলেন তারা। ডিলান মেয়ার একজন চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র প্রযোজক, যিনি সায়েন্স ফিকশন সিরিজ ‘মিস ২০৫৯’-এর চিত্রনাট্য লিখেছেন।

এছাড়া বেশ কিছু শর্টফিল্মে অভিনয়ও করেছেন ডিলান।

 
টিএমজেড-এর প্রতিবেদন অনুসারে, বিয়ের খবর গোপনই রেখেছিলেন ক্রিস্টেন ও ডিলান। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস থেকে বিয়ের শংসাপত্র পেয়েছেন। তার পরেই লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতে বিয়ে সেরেছেন তারা।

দুজনের বিয়েতে খুব ঘনিষ্ঠ পরিজনেরা উপস্থিত ছিলেন। বন্ধুদের মধ্যে অভিনেত্রী অ্যাশলে বেনসন ও তার স্বামী ব্র্যান্ডন ডেভিস উপস্থিত ছিলেন। বিয়েতে যাতে গোপনীয়তা বজায় থাকে সেই দিকে বিশেষ সতর্কতা বজায় রাখা হয়েছিল।
5
ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডিলান মেয়ারের বিয়ের ছবি (সংগৃহীত)
টিএমজেড-এর রিপোর্টে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, বিয়েতে ক্রিস্টেন পরেছিলেন ছাই রঙের একটি পোশাক। খোলা চুলেই এসেছিলেন বিয়ের মঞ্চে।

অন্য দিকে ডিলান পরেছিলেন সাদা রঙের ছোট একটি পোশাক। 

 
২০২২ সালের সাক্ষাৎকারে ক্রিস্টেন বিয়ের পরিকল্পনা নিয়ে বলেছিলেন, “আমি ধুমধাম করে বিয়ে করতে চাই। আমরা হয়তো হঠাৎই সিদ্ধান্ত নেব। এই সপ্তাহান্তে বিয়েটা করা যাক, এই ভেবে বিয়ে করব। তার পরে সকলের সঙ্গে দেখা করে নেব। আসলে আমি ভাল করে পরিকল্পনা করতে পারি না। আমি জানি না আমার পরিবারকে কেমন হবে। কিন্তু কোনও ভাবেই আমি বাচ্চার কথা ভাবিনি। আবার হতেই পারে, হঠাৎ মনে হল, আমি সন্তান চাই। অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে আমার ভয় নেই। বাচ্চাদেরও ভয় লাগে না। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি আমার কাছে ভীতিপ্রদ।”


২০১৩ সালে এক সিনেমার শুটিং সেটে পরিচয় ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডিলান মেয়ারের। তবে ২০১৯ সালের আগে পর্যন্ত তারা শুধুই বন্ধু ছিলেন। ২০২১ সালে তাদের বাগদান হয়, ডিলানই নাকি হাঁটুগেড়ে বসে তাকে প্রপোজ করেছিলেন, দ্য হাওয়ার্ড স্টার্ন শোতে এসে এমনটাই জানিয়েছিলেন স্টুয়ার্ট। আর রোলিং স্টোন ম্যাগাজিনে গত বছর দেওয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট জানিয়েছিলেন, তিনি এবং ডিলান তাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। তখন থেকেই টোয়ালাইট তারকার ফ্যানদের আগ্রহ ছিল, কবে বিয়ে করছেন স্টুয়ার্ট। অবশেষে চার হাত এক হলো দুজনের।

মেয়ে নাইসার প্রেম নিয়ে যে গোপন কথা জানালেন কাজল
পরবর্তী

মেয়ে নাইসার প্রেম নিয়ে যে গোপন কথা জানালেন কাজল

কমেন্ট