আড়িয়াল বিলের প্রাকৃতিক বৈচিত্র্য নষ্ট হতে রক্ষায় চেকপোস্ট বসানো হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বরুণ ধাওয়ানের বিরুদ্ধে পূজার অভিযোগ!
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের বিরুদ্ধে অভিযোগ আনলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। অভিনেত্রীর দাবি, অভিনেতা বরুণ ধাওয়ান তাঁকে পানিতে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন! বরুণ ধাওয়ান যখন তাঁর জন্মদিন উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই এ অভিযোগ এনেছেন পূজা; যা শুনে অনেকে চমকে গেছেন।
অভিনেত্রী পূজা হেগড়ের মুখে সবসময় তাঁর সহশিল্পীদের কাজের প্রশংসা শোনা যায়। তার ব্যতিক্রম ঘটল এবার।
তবে বিষয়টি একেবারেই মজা করে বলেছেন পূজা। বরুণের সঙ্গে কাজের কিছু ছবি শেয়ার করে ঠাট্টার ছলে এমন অভিযোগ জানান দেন পূজা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমার শুটিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করেন পূজা। যেখানে বরুণের সঙ্গে লাইভ জ্যাকেট পরে তাকে রাবারের নৌকায় ভাসতে দেখা গেছে; যার একটি ছবিতে দেখা যাচ্ছে, পূজাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করছেন অভিনেতা।
তবে দুজনের হাসিমুখ থেকে বোঝা যায়, ভয়ংকর কোনো কিছু করার উদ্দেশ্য নয়, মজার ছলে এটি করছেন বরুণ।
বাকি দুটি ছবিতে অভিনেতা-অভিনেত্রী লাভ ইমোজি তুলে ধরায় মজা করার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। ছবির ক্যাপশনে পূজা লিখেছেন ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা বরুণ। তোমার এই পাগলামি যেন আমাকে সারাজীবন হাসাতে থাকে!’ পোস্টের এই ক্যাপশন থেকে সত্যি ঘটনাটা বুঝতে সময় লাগেনি নেটিজেনদের।
অনেকে এ জুটির প্রথম সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর সাফল্য কামনাও করেছেন।
ঋষিকেশ পরিচালিত ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-তে প্রথমবারের মতো জুটি বেঁধে হাজির হচ্ছেন বরুণ ও পূজা। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ম্রুনাল ঠাকুরকে। এ বছর ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
কমেন্ট