আড়িয়াল বিলের প্রাকৃতিক বৈচিত্র্য নষ্ট হতে রক্ষায় চেকপোস্ট বসানো হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
হৃত্বিককে ‘সুপুরুষ’ মনে হয় না সামান্থার
সেরা সুপুরুষের তালিকায় অনেক হলিউড স্টারকেও টপকে গেছেন বলিউডের ‘গ্রিক গড’ হৃত্বিক রোশন। তার সৌন্দর্য হলিউড তারকাদেরও টেক্কা দিয়েছে। তিনি সুন্দর পুরুষ নন, এ কথা অস্বীকার করার মানুষের সংখ্যা কম। সেই কম সংখ্যক মানুষের তালিকায় রয়েছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুও।
তার নজরে হৃতিক ততটাও সুন্দর নন।
এক সাক্ষাৎকারে সামান্থাকে জিজ্ঞেস করা হয়েছিল, হৃত্বিককে ১০-এ কত নম্বর দিতে চান তিনি। হাসতে হাসতে সামান্থা তাকে ৭ নম্বর দিয়েছিলেন। তার পর অভিনেত্রী এও বলেছিলেন, ‘এই কথা শুনে অনেকেই হয়তো আমার উপর রেগে যাবেন।
তবে আমি এটাই বলব যে, হৃত্বিককে আমার ততটাও সুন্দর পুরুষ বলে মনে হয় না। তাই ১০-এর মধ্যে ৭-এর চেয়ে বেশি নম্বর দিতে পারব না।’
অভিনেত্রী জানিয়েছিলেন, তার চোখে সবচেয়ে সুন্দর পুরুষ দক্ষিণী তারকা মহেশ বাবু। তাকেই ১০-এ ১০ দিয়েছিলেন সামান্থা।
২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার। এরপর থেকে অভিনেত্রীর ব্যক্তিজীবন বরাবরই চর্চায় থাকে। সামান্থা আপাতত ক্যারিয়ারে মন দিয়েছেন। অন্যদিকে জীবনে ‘মুভ অন’ করেছেন নাগা, বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে।
কমেন্ট