বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি, শাহবাগে অবস্থান কর্মসূচি
ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্ট চলবে শারীরিক উপস্থিতিতে
দীর্ঘদিন করোনা পরিস্থিতিতে ভার্চুয়ালি সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম চলার পর আগামী ১ ডিসেম্বর থেকে তা বাতিল করা হচ্ছে। ওইদিন থেকে নতুন করে শুরু হচ্ছে শারীরিক উপস্থিতিতে উভয় বিভাগের বিচারিক কার্যক্রম।
আজ সোমবার এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এক বিজ্ঞপ্তি জারি করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ‘জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি সিদ্ধান্ত গ্রহণ করেন যে, আগামী ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।’
দেশে করোনা মহামারি শুরুর পর থেকে প্রায় এক বছর নয় মাস ধরে আপিল বিভাগের কার্যক্রম ভার্চুয়ালি চলছে। হাইকোর্ট বিভাগের কিছু বেঞ্চ শারীরিক উপস্থিতিতে এবং কয়েকটি বেঞ্চ ভার্চুয়ালি চলছে। কিন্তু, ১ ডিসেম্বর থেকে সব আদালত শারীরিক উপস্থিতিতে চলবে।
কমেন্ট