সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়ানো হয়েছে
ফজিলাতুননেছা বাপ্পির ইন্তেকালে প্রধানমন্ত্রী'র শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সংসদ সদস্য ফজিলাতুননেছা বাপ্পির ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ফজিলাতুন নেসা বাপ্পি আজ সকাল ৮ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে এডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পির বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি মা, স্বামীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে গত শনিবার (২৭ ডিসেম্বর) ফজিলাতুন নেসা বাপ্পি বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
ফজিলাতুন্নেসা বাপ্পী নবম ও দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৭০ সালের ৩১ ডিসেম্বর নড়াইলে জন্মগ্রহণ করেন। পেশায় আইনজীবী ফজিলাতুন নেসা বাপ্পি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
কমেন্ট