গুমের বিরুদ্ধে আইন করায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই : আইন উপদেষ্টা
ইভিএমকে প্রশ্নবিদ্ধ করতেই ইভিএমের বিরুদ্ধে বিষোদগার করছে বিএনপি: ওবায়দুল কাদের
ইভিএম ভোটিংকে প্রশ্নবিদ্ধ করতেই ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বিরুদ্ধে বিষোদগার করছে বলে মন্তব্য কছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার আগে এই মন্তব্য করেন তিনি।
ইভিএম ভোটিং বিষয়ে বিএনপি বক্তব্যে প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের, ‘বিএনপি ডিজিটাল বাংলাদেশ চায় না। বাংলাদেশে ডিজিটাল ভোটিং তারা চায় না। তাই ইভিএমে ভোট কারচুপির অবান্তর অভিযোগ এনেছেন তারা। অথচ অতীতে ইভিএম পদ্ধতিতে তারাই নির্বাচন করে জয় লাভ করেছে।
সিটি নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেছেন, ‘ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধে সম্পন্ন হবে। সবাই ভোট দিতে ভোটকেন্দ্রে যাবেন। ’
নিরপেক্ষ নির্বাচন হবে প্রত্যয় ব্যক্ত করে সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনে আওয়ামী লীগ হেরে গেলে আমাদের মাথায় আকাশ ভেঙে পরবে না। যে কোনো মূল্যেই হোক সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচন চায় আওয়ামী লীগ।’
এসময় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট