বস্ত্র মেলা শুরু ৯ জানুয়ারি

বস্ত্র মেলা শুরু ৯ জানুয়ারি

আগামী ৯ জানুয়ারি শুরু হচ্ছে বস্ত্র মেলা। জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া এসব তথ্য জানান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৯ ও ১১ জানুয়ারি বহুমুখী বস্ত্র মেলা আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।’ বস্ত্রখাতের উন্নয়ন, রপ্তানি বৃদ্ধিকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে নয়টি অ্যাসোসিয়েশন ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে। তিনি আরো জানান, ‘বস্ত্রখাতের বিশ্বায়ন-টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ‌্যে ৪ ডিসেম্বর ‘জাতীয় বস্ত্র দিবস’ পালন করা হয়। ওই দিন প্রধানমন্ত্রী সময় দিতে না পারায় আগামী ৯ জানুয়ারি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মুজিববর্ষ উদযাপন জাতীয় জীবনে নতুন জীবনীশক্তি সঞ্চার করবে: প্রধানমন্ত্রী পূর্ববর্তী

মুজিববর্ষ উদযাপন জাতীয় জীবনে নতুন জীবনীশক্তি সঞ্চার করবে: প্রধানমন্ত্রী

ছাত্রীকে ধর্ষণের ঘটনার আজও প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তী

ছাত্রীকে ধর্ষণের ঘটনার আজও প্রতিবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

কমেন্ট