সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়ানো হয়েছে
ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর রিট খারিজ
পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই বলে রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) হাইকোর্ট এ আদেশ দেন।
তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছে বাদী পক্ষ।
এর আগে গতকাল সোমবার সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হয়। আজ আদেশের তারিখ ধার্য করেছিলেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
গত ৫ জানুয়ারি সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ।
কমেন্ট