সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়ানো হয়েছে
শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ ঘণ্টা পর বিমান ওঠানামা শুরু
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।
আজ বুধবার সকাল ১০টা থেকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান বিমান ওঠানামা শুরুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ১৩ ও ১৪ জানুয়ারিও একই কারণে প্রায় প্রায় ৬ ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।
বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা ভিজিবিলিটি ৬০০ থেকে ৮০০ থাকলে বিমান ওঠানামা করতে পারে। কিন্তু এর নিচে নামলে দুর্ঘটনার আশঙ্কায় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে।
শাহজালালে যেসব বিমান অবতরণের কথা ছিল সেগুলো কলকাতাসহ পার্শ্ববর্তী দেশে অবতরণ করার অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে একই কারণে গতকাল ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে। সকাল ১০টার পর উড়োজাহাজ উঠানামা শুরু হলেও বিমান চলাচল ব্যাহত হওয়ায় সময়মতো গন্তব্যে পৌঁছতে না পেরে বিমানবন্দরে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
কমেন্ট