আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও ভালো করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আখেরি মোনাজাত মধ্য দিয়ে শেষ হল দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা
টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাত মধ্য দিয়ে শেষ হল দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
তাবলীগ জামাতের জ্যেষ্ঠ শূরা সদস্য মাওলানা মোহাম্মদ জমসেদের পরিচালনায় রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটের পরে শুরু হয় আখেরি মোনাজাত। অশ্রু বিসর্জন আর আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা।
মূল ময়দান ছাড়িয়ে জনস্রোত নামে আশপাশের বিশাল এলাকাজুড়ে। মোনাজাত শেষে গন্তব্যে ফিরতে শুরু করেছেন মুসল্লিরা। পরিবহনে চড়তে না পেরে হেঁটেই রওয়ানা দিয়েছেন অনেকে।
আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে সকাল থেকে ১৬টি বিশেষ ট্রেন চলাচল করছে। সেই সঙ্গে সব আন্তঃনগর ট্রেন টঙ্গীতে যাত্রা বিরতি করছে। এছাড়া বিআরটিসির শতাধিক বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে।
মোনাজাত উপলক্ষে টঙ্গী ও আশপাশ এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এ বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় ১০ জানুয়ারি। আর ১২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে মাওলানা জুবায়ের অনুসারিদের প্রথম পর্ব শেষ হয়। প্রথম পর্বে ৬৪টি জেলার মুসল্লিরা অংশ নেন। দ্বিতীয় পর্বের ইজতেমাতেও দিল্লির মাওলানা সা’দ অনুসারী ৬৪ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন।
এদিকে মোনাজাত উপলক্ষে ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে জয়দেবপুর চৌরাস্তা, ঢাকা-সিলেট সড়কের মীরের বাজার থেকে টঙ্গী ও আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের আবদুল্লাহপুর থেকে বাইপাস সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
কমেন্ট