সীমান্তে প্রবেশ করে বিজিবির কাছে ১৪ মিয়ানমার সীমান্তরক্ষী সদস্যের আশ্রয়

সীমান্তে প্রবেশ করে বিজিবির কাছে ১৪ মিয়ানমার সীমান্তরক্ষী সদস্যের আশ্রয়

বান্দরবানের তুমব্রু সীমান্তের ওপারে ফের গোলাগুলি হচ্ছে। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের গোলা বাংলাদেশে এসে পড়লে দুজন আহত হয়েছেন। বিদ্রোহীদের তোপের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন ১৪ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী।


রোববার (৪ ফেব্রুয়ারি) ভোর ছয়টার দিকে তারা বাংলাদেশের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে প্রবেশ করে বিজিবির কাছে আত্মসমর্পণ করেন।

যদিও বিজিবি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন কথ্য এখনো নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক বিজিবি সদস্য বলেন, শনিবার বিকাল থেকে মিয়ানমারের অভ্যন্তরে প্রচণ্ড গোলাগুলি হয়। সীমান্ত সুরক্ষা রাখতে বিজিবি কঠোর অবস্থান নেয়। এ অবস্থায় রোববার ভোরে বিজিপির কিছু সশস্ত্র সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিজিবির কাছে আত্মসমর্পণ করে।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে বলে জানান তিনি।

আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর মাগফেরাত কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব পরবর্তী

আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর মাগফেরাত কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

কমেন্ট