তুরাগ নদের তীরে ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু

তুরাগ নদের তীরে ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আজ দ্বিতীয় দিন। দিল্লির নিজাম উদ্দিন মারকাজের মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারীরা অংশগ্রহণ করেছেন এ পর্বের ইজতেমায়। এ পর্বে শনিবার সকালে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।

এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে ৭ মুসল্লির মৃত্যু হলো। এর মধ্যে ইজতেমা ময়দানে ৬ জন এবং ময়দানে আসার পথে ১ মুসল্লি মারা যান। 

জানা যায়, শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান ঢাকা জেলার বংশাল থানার বাবুবাজার এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মুনতাজ উদ্দিন (৭৮)। তার খিত্তা নম্বর ছিল ১১, খুঁটি নম্বর ছিল ৫৬০৭।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমা।

নির্বাচন নিয়ে বারবার চক্রান্ত হয়েছে, সব মোকাবেলা করে আমরা ক্ষমতায় এসেছি: প্রধানমন্ত্রী পরবর্তী

নির্বাচন নিয়ে বারবার চক্রান্ত হয়েছে, সব মোকাবেলা করে আমরা ক্ষমতায় এসেছি: প্রধানমন্ত্রী

কমেন্ট