মানুষের দুর্ভোগ হয়, কষ্ট হয় এমন কর্মসূচি পরিহার করা উচিত : ওবায়দুল কাদের

মানুষের দুর্ভোগ হয়, কষ্ট হয় এমন কর্মসূচি পরিহার করা উচিত : ওবায়দুল কাদের

মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার (৮ জুলাই) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শিক্ষকদের পেনশন ও শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে গতকাল কথা বলেছি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন।

‘২০১৮ সালে পরিপত্র জারি করে সকল কোটা বিলুপ্ত করে। সাতজন মুক্তিযুদ্ধার সন্তান উচ্চআদালতে আপিল করে। দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা মনে করি উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় দিবেন।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘এখানে রাজনৈতিক ইস্যু যুক্ত হয়েছে। বিএনপি এই আন্দোলনের ওপর ভর করেছে। তারা (বিএনপি) সাপোর্ট করেছে। সাপোর্ট করা মানেই যুক্ত হয়ে যাওয়া। কারা যুক্ত হয়েছে, কোনো ষড়যন্ত্রের অংশ কি না, সব কিছু সময় বলে দেবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে। সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতার আলোকে। শিক্ষক না আমলা কে সুপিরিয়র সে বিতর্কে সরকার যাবে না।’

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

চার দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী পরবর্তী

চার দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

কমেন্ট