১৫ আগস্ট শোক দিবস উপলক্ষ্যে সাধারণ ছুটি বাতিল

১৫ আগস্ট শোক দিবস উপলক্ষ্যে সাধারণ ছুটি বাতিল

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে।


এ ছাড়া বৈঠকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের উদ্দেশে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।

 
আজ বিকেল থেকেই ১৫ আগস্টের সরকারি ছুটি না রাখার আভাস মিলছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মঙ্গলবারই (১৩ আগস্ট) প্রজ্ঞাপন জারি হতে পারে। কোনো কারণে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম আজ শপথ নিলেন পরবর্তী

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম আজ শপথ নিলেন

কমেন্ট