জাতিসংঘের সাধারণ পরিষদে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বনেতাদের সাক্ষাৎ

জাতিসংঘের সাধারণ পরিষদে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বনেতাদের সাক্ষাৎ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে। সেখানে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেখানে বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হয়েছে দ্বিপক্ষীয় বৈঠক।


মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অধিবেশনের ফাঁকে চলেতে থাকে শুভেচ্ছা বিনিময়।

অধিবেশন যোগদানের আগে  ড. ইউনূস বিশিষ্ট ব্যক্তি ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অধিবেশন শুরুতে স্বাগত ভাষণ দেন জাতিসংঘের মহাসচির অ্যান্তোনিও গুতেরেস। 

প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক থেকে পাওয়া তথ্য বলছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদে শুভেচ্ছা বিনিময় করেছেন সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। এ ছাড়া মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রুপনের সঙ্গে জাতিসংঘের সদর দপ্তরে সাক্ষাৎ হয়েছে তার। জাতিসংঘের সাধারণ পরিষদে শুভেচ্ছা বিনিময় করেছেন সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।

গণ-অভ্যুত্থানে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ পরবর্তী

গণ-অভ্যুত্থানে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ

কমেন্ট