ণঅভ্যুত্থানে অংশ নেওয়া কারো বিরুদ্ধে মামলা বা হয়রানি করা যাবে না

ণঅভ্যুত্থানে অংশ নেওয়া কারো বিরুদ্ধে মামলা বা হয়রানি করা যাবে না

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা বা হয়রানি করা যাবে না— এমন একটি নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

সোমবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 
এতে বলা হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। এ গণঅভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে এর পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানসংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।

 
এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হলো। এ বিষয়ে অসত্য তথ্য প্রদান করে কোনো সুবিধা অর্জনের বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্ক করা হলো।

 

অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার শিগগিরই আরও বাড়ছে পরবর্তী

অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার শিগগিরই আরও বাড়ছে

কমেন্ট