যশোরে 'সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ-২০২৪' অনুষ্ঠিত হয়েছে

যশোরে 'সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ-২০২৪' অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের রিক্রুট ব্যাচ ২০২৪-এর 'সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ-২০২৪' অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩ নভেম্বর) সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুল, যশোর সেনানিবাসে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন ৫৫ পদাতিক ডিভিশন এর জিওসি এবং এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।

 
রিক্রুট ব্যাচ ২০২৪-এ ৫৮৯ জন রিক্রুট দেশ মাতৃকার সেবায় নিজেদেরকে নিয়োজিত করার শপথ গ্রহণের মাধ্যমে ৩৬ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস্ কোরের গর্বিত সদস্য হিসাবে তালিকাভুক্ত হন।

 
অনুষ্ঠানে নূর মোহাম্মদ শ্রেষ্ঠ রিক্রুট ২০২৪ হওয়ার গৌরব অর্জন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও যশোর ও খুলনা অঞ্চলের সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রিক্রুটদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিএনপির ৭ আইনজীবীকে অব্যাহতি, আবেদনকারী যুথিকে লাখ টাকা জরিমানা পরবর্তী

বিএনপির ৭ আইনজীবীকে অব্যাহতি, আবেদনকারী যুথিকে লাখ টাকা জরিমানা

কমেন্ট