প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানের প্রেসিডেন্টের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানের প্রেসিডেন্টের বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় সকালে আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন কপ-২৯ সাইডলাইনে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, এসময় উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশ নিতে বর্তমানে আজারবাইজানে অবস্থান করছেন ড. ইউনূস।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দাবি পূরণে যেকোনো মূল্যে সরকার বদ্ধপরিকর: ফরিদা আখতার  পরবর্তী

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দাবি পূরণে যেকোনো মূল্যে সরকার বদ্ধপরিকর: ফরিদা আখতার

কমেন্ট