সারা দেশে তাপমাত্রা কমার আভাস

সারা দেশে তাপমাত্রা কমার আভাস

সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশর উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। 

রবিবা আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। 

 
এতে বলা হয়েছে, রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে মুক্ত এক পৃথিবী গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার পরবর্তী

তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে মুক্ত এক পৃথিবী গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

কমেন্ট