প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার সংলাপে বসবে বিএনপি
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণের পরবর্তী জামিন শুনানি আগামী ২ জানুয়ারি
রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের পরবর্তী জামিন শুনানি হবে আগামী ২ জানুয়ারি। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত এই তারিখ ধার্য করেন। আজ আদালতে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে দাঁড়াননি।
চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক কালের কণ্ঠকে বলেন, ‘আজ মঙ্গলবার চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। পরে আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি ধার্য করেছেন। তবে আজকে চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি।’
চিন্ময়ের জামিন শুনানি থাকায় আজ সকাল থেকে চট্টগ্রাম আদালত এলাকায় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
আইনজীবী সমিতির নেতা ও সাধারণ আইনজীবীরা আদালত প্রাঙ্গণে মিছিল করেছেন। এ সময় তারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার দোষীদের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
গত মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম।
এরপর চিন্ময় কৃষ্ণ দাস অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় সাইফুল ইসলাম আফিল নামের এক আইনজীবী নিহত হন। চিন্ময় অনুসারীরা তাকে হত্যা করে বলে অভিযোগ করেন আইনজীবীরা।
ঘটনার দিন রাতে পুলিশের ওপর হামলা, কাজে বাধাদানের অভিযোগে পুলিশ বাদী হয়ে গত বুধবার কোতোয়ালি থানায় তিনটি মামলা করেছে। এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১৪০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে ৩৯ জনকে।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে নিহতের পরিবার মামলা করেছে। নগরের কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেছেন আলিফের বাবা জামাল উদ্দিন।
কমেন্ট