দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ১৩.১ ডিগ্রি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ১৩.১ ডিগ্রি

ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁ। আজ মঙ্গলবার সকাল ৬টায় জেলার বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়া রংপুর বিভাগের সব জেলায় তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত জনজীবন।

সকাল ৬টায় রংপুরে ১৬ দশমিক ৬ ডিগ্রি, দিনাজপুর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৫ ডিগ্রি, তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 
এদিকে ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে যানবাহন চলাচল করছে। এ ছাড়া তীব্র ঠাণ্ডায় বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এ ছাড়া তীব্র ঠাণ্ডায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন।

শীতের কারণে কাজের জন্য তারা বাইরে বের হতে পারছেন না।  

সীমান্তে হত্যা, মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি-বিএসএফ বৈঠক পরবর্তী

সীমান্তে হত্যা, মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি-বিএসএফ বৈঠক

কমেন্ট