ব্যাংকে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অর্থও খোয়া যায়নি : র‍্যাব

ব্যাংকে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অর্থও খোয়া যায়নি : র‍্যাব

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখা জিম্মি করে ডাকাতির চেষ্টাকারী ৩ জন আত্মসমর্পণ করেছেন। তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তারা আত্মসমর্পণ করেন। এ সময় তারা তিনটি দেশীয় অস্ত্র জমা দেয়।


এদিকে ব্যাংকে জিম্মি কর্মকর্তা-কর্মচারীরা সুস্থ আছেন বলে জানিয়েছেন র‍্যাব-১০ এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার।

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে তিনি সাংবাদিকদের বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি।


র‍্যাব–১০ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন তিন ডাকাত। সেই তিনজন আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।

জানা গেছে, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েক শ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে।


খবর পেয়ে পুলিশ-র‍্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীর সদস্যরা এসে বাইরে থেকে ব্যাংকটি ঘিরে ফেলেন।

 

ইজতেমার ময়দানে নিষেধাজ্ঞা অচিরেই কাটবে, যথাসময়েই ইজতেমা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পরবর্তী

ইজতেমার ময়দানে নিষেধাজ্ঞা অচিরেই কাটবে, যথাসময়েই ইজতেমা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কমেন্ট