দেশে ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি অবৈধভাবে বাস করছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি অবৈধভাবে বাস করছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি অবৈধভাবে বাস করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে গত ৩০ অক্টোবর পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৬ জন। তবে গত ১৮ জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা কমে ৩৩ হাজার ৬৪৮ জনে দাঁড়িয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা তাদের সময়সীমা বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময় অতিবাহিত হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এসব অবৈধ বিদেশিদের যারা কর্মসংস্থান করে দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে ১৪ জানুয়ারি পর্যন্ত অবৈধভাবে বাস করা নাগরিকদের থেকে ১০ কোটি ৫৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান উপদেষ্টা।

 

অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি পরবর্তী

অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি

কমেন্ট