সড়কে চলাচলে চালক ও পথচারীদের যে বিশেষ নির্দেশনা দিল ডিএমপি

সড়কে চলাচলে চালক ও পথচারীদের যে বিশেষ নির্দেশনা দিল ডিএমপি

রাজধানীর সড়কে চলাচলের সময় গাড়িচালক ও পথচারীদের কিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিয়ম মেনে চলাচল না করলে অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (২২ জানুয়ারি) ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন
৩০ হাজা‌র কৃষ‌কের এক বেলার আহার ৬০ লাখ, চিঠি ভাইরাল
৩০ হাজা‌র কৃষ‌কের এক বেলার আহার ৬০ লাখ, চিঠি ভাইরাল

 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা চালকগণ প্রায়ই অযাচিতভাবে/অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার করেন।

এ ছাড়া অনেকেই অননুমোদিত বিভিন্ন ধরনের উচ্চ মাত্রার হর্ন ব্যবহার করেন। ফলে পথচারী, যাত্রীসাধারণ, অন্যান্য গাড়ির চালক এবং বিশেষভাবে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হয়। এ সমস্যা রোধকল্পে মোটরযান চালকগণকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৪৫ এর বিধান অনুসরণ করে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। 
পাশাপাশি স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদির নিকটে এবং এয়ারপোর্ট ক্রসিং এলাকায় কোনো রকম হর্ন ব্যবহার না করার নির্দেশনা আছে।

এ ছাড়া অ্যাম্বুল্যান্সে রোগী না থাকা সত্ত্বেও এবং জরুরি সার্ভিসসমূহের গাড়িসমূহ জরুরি কাজ ব্যতীত চলাচলের সময় হর্ন বা ছটার ব্যবহার করেন। এমতাবস্থায় অপ্রয়োজনে এবং নিষিদ্ধ এলাকায় হর্ন বা হুটায় না বাজানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
এতে আরো বলা হয়, কিছু যানবাহনের গ্লাসে কালো পেপার লাগানো থাকে। সড়ক পরিবহন আইন-২০১৮-এর ধারা ৪০ এর বিধান অনুসরণ করে গাড়িতে কালো পেপার লাগানো থেকে বিরত থাকার জন্য এবং কালো পেপার লাগানো থাকলে তা খুলে ফেলার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আরো পড়ুন
নিত্যপণ্যের দাম নিয়ে হাসনাতের স্ট্যাটাস
নিত্যপণ্যের দাম নিয়ে হাসনাতের স্ট্যাটাস

 
পথচারীগণ রাস্তা পারাপারে প্রায় সময়ই জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা পারাপার হন। যত্রতত্র রাস্তা পারাপার হলে দুর্ঘটনা ঘটে, যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়। সুতরাং পথচারীগণকে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারের জন্য অনুরোধ করা হলো। 

কোনো মোটরযান চালক/পথচারী উল্লিখিত বিষয়সমূহ পালনে ব্যর্থ হলে নিয়মিত অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ পরবর্তী

ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

কমেন্ট