রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা অব্যাহত রাখায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করি। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে—বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং একটি ইতিবাচক মনোভাব নিয়ে নিজেদের সম্পর্কের উন্নয়ন করা। এটি উভয় দেশের জনগণকে সমৃদ্ধ করতে সাহায্য করবে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য দেশের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করে না।’
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
Advertisement
রণধীর জয়সওয়াল বলেন, ভারত তার জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত সব ঘটনার ওপর নিবিড়ভাবে খেয়াল রাখে এবং বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর কর্মকাণ্ডগুলো। একইসঙ্গে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতেও প্রস্তুত।
সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া নির্মাণে উত্তেজনার ছড়ানো প্রসঙ্গে মুখপাত্র জয়সওয়াল বলেন, ‘দুই দেশের মধ্যে সীমান্ত বেড়া নির্মাণ নিয়ে চুক্তি হয়েছে। মানব পাচার, গবাদি পশু পাচারসহ অন্যান্য অপরাধ বন্ধ করতে সীমান্ত বেড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস, বাংলাদেশ ইতিবাচক ও গঠনমূলক মনোভাব নিয়ে এই চুক্তিগুলো বাস্তবায়ন করবে।’
আগামী ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে কী আলোচনা হতে পারে, এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে। আলোচনা চূড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের যোগ দিতে ওয়াশিংটনে গিয়েছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ইস্যুতে কথা হয়েছে বলে জানান তিনি।
কমেন্ট