অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত থেকে আলাদা হয়ে যাচ্ছে সাত কলেজ
রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা অব্যাহত রাখায় ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা অব্যাহত রাখার ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (২৬ জানুয়ারি) এক বিবৃতি এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এর আগে আজ রবিবার বিকেলে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী খাদ্য ও পুষ্টি সহায়তা অব্যাহতি দেওয়ার জন্য কথা জানানো হয়।
এদিকে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার ডাভোস সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি জানান, যুক্তরাষ্ট্র আগামী ৯০ দিন বিদেশে অর্থ সহায়তা বন্ধ করার কথা জানিয়েছে। তবে বাংলাদেশে আশ্রিত মায়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্য তাদের সহায়তা বন্ধ করবে না বলে জানিয়েছেন। এ জন্য প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।
কমেন্ট