'প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া'

'প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া'

দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া।

শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এ আহ্বান জানান। 

শফিকুল আলম বলেন, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন। তবে ফ্যাসিস্ট  সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে টিকতে না পেরে ভারতে পালিয়ে যান তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  জনসমর্থন না থাকলেও মূলত ভারতের মদদে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আওয়ামী লীগ।  শেখ হাসিনার পতনে অনেকটা হতাশ হয়েছে নয়াদিল্লি।

তাই তো শুরু থেকেই ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে নানা গুজব ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া।  এ নিয়ে সরকারের পক্ষ থেকে একাধিকবার প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু তাতে কর্ণপাত করেনি ভারত। উল্টো দেশটিতে বসে নানা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতারা।

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলায় আহতদের দেখতে ঢামেকে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরবর্তী

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলায় আহতদের দেখতে ঢামেকে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কমেন্ট