পুলিশ কোনো দলের অ্যাজেন্ডা বাস্তবায়নে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
গত এক সপ্তাহে বিশেষ অভিযান ডেভিল হান্টে ৩ হাজার ৯২৪ জনকে গ্রেপ্তার
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ৩ হাজার ৯২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অভিযানে বেশ কিছু অস্ত্রও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
শনিবার পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য গেছে।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান ‘ডেভিল হান্টে’ ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ১টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটারগান, ১টি কার্তুজ, ১০টি রামদা, ২টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে ঘটনায় অভিযানে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং পাল্টা হামলায় কয়েকজন আহত হওয়ার ঘটনার পর সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের অভিযান শুরু সরকার।
কমেন্ট