মবের নামে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মবের নামে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মবের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গতকাল রবিবার প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, এখন থেকে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ। এই সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

তবে রোহিঙ্গারা যাতে সুযোগ না নিতে পারে সে জন্য এনআইডি যাচাই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
অন্তর্বর্তী সরকারের ছয় মাসে দুর্নীতি আগের চেয়ে অনেক কমেছে বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে পদক প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় উপদেষ্টা বলেন, মিয়ানমার সীমান্তে কোষ্টগার্ড ও বিজিবি সজাগ রয়েছে এবং সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে দেবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক। তিনি তার বক্তব্যে বলেন, স্বল্প জনবল নিয়েও কোষ্টগার্ড সমুদ্র ও সমুদ্রের সম্পদ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

উপজেলা ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের আইনজীবী ব্যবসায়ী ও চিকিৎসকদের করের আওতায় আনতে হবে: অর্থ উপদেষ্টা পরবর্তী

উপজেলা ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের আইনজীবী ব্যবসায়ী ও চিকিৎসকদের করের আওতায় আনতে হবে: অর্থ উপদেষ্টা

কমেন্ট