খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলায় ফারুক-মেনন-ইনু ৫ দিনের রিমান্ডে
২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মতিঝিল থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসমিদের পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনি প্রচারণার জন্য মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর মতিঝিল থানাধীন এলাকায় ফকিরাপুলে পৌঁছলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় চার গাড়িসহ একাধিক মোটরসাইকেল পোড়ানো হয়। এ ঘটনায় পরে মামলা দায়ের করা হয়।
কমেন্ট