এক উচ্চ পর্যায়ের সভায় ঢাকাস্থ ১৯ দেশের মিশন প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন নির্বাচন কমিশন

এক উচ্চ পর্যায়ের সভায় ঢাকাস্থ ১৯ দেশের মিশন প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন নির্বাচন কমিশন

নির্বাচন সংক্রান্ত অগ্রগতি নিয়ে কথা বলতে ঢাকাস্থ ১৯ দেশের মিশন প্রধানকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে মিশন প্রধানদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের সভায় ব্রিফিং করবে সংস্থাটি।

সম্প্রতি ইসির জারি করা এক অফিস আদেশ এসব তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়ে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন।


ইসির অফিস আদেশ থেকে জানা গেছে, আগামী ১৭ মার্চ বেলা ১১টায় সিইসির সভাপতিত্বে ১৯টি দেশের ঢাকাস্থ মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

অফিস আদেশ থেকে জানা গেছে, আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

 গণ-অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম-যুদ্ধ চালাচ্ছে: উপদেষ্টা মাহফুজ পরবর্তী

গণ-অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম-যুদ্ধ চালাচ্ছে: উপদেষ্টা মাহফুজ

কমেন্ট