সাবেক এমপি ওয়াহেদসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

সাবেক এমপি ওয়াহেদসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ ওয়াহেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। 

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- সাবেক উপসচিব মো. দিদারুল আলম চৌধুরী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেকে রাহাত মালেক ও জনৈক মোতাহের হোসেন চৌধুরী।

 
আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক মো. হাফিজুর রহমান, উপপরিচালক মোজাম্মিল হোসেন, উপপরিচালক মো. ফজলুল হক ও সহকারী পরিচালক আসাদুজ্জামান পৃথক চারটি আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত এসব আবেদন মঞ্জুর করেন। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক শুরু পরবর্তী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক শুরু

কমেন্ট