ডিসেম্বরে নির্বাচন হবে, কাজেই কী কী সংস্কার করতে চাই করে ফেলতে হবে: প্রধান উপদেষ্টা
সাবেক এমপি ওয়াহেদসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ
ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ ওয়াহেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- সাবেক উপসচিব মো. দিদারুল আলম চৌধুরী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেকে রাহাত মালেক ও জনৈক মোতাহের হোসেন চৌধুরী।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক মো. হাফিজুর রহমান, উপপরিচালক মোজাম্মিল হোসেন, উপপরিচালক মো. ফজলুল হক ও সহকারী পরিচালক আসাদুজ্জামান পৃথক চারটি আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত এসব আবেদন মঞ্জুর করেন।
কমেন্ট