ঢাকায় মেক্সিকোর দূতাবাস স্থাপনের অনুরোধ

ঢাকায় মেক্সিকোর দূতাবাস স্থাপনের অনুরোধ

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসে দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় দেশটির প্রেসিডেন্টের কাছে ঢাকায় মেক্সিকান দূতাবাস স্থাপনের অনুরোধ জানানো হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) এ তথ্য জানিয়েছে মেক্সিকোর বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইনবাউমকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

এ ছাড়া তিনি মেক্সিকোর প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল তার মেয়াদকালে বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।  

তিনি উল্লেখ করেন চলতি বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে, যা বাণিজ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সরাসরি বিনিময় বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল প্রেসিডেন্ট শেইনবাউমের কাছে ঢাকায় একটি মেক্সিকান দূতাবাস স্থাপনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার অনুরোধ জানান।

 

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র পরবর্তী

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

কমেন্ট