আপিল বিভাগে নিয়োগ পেলেন আরও দুই বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন আরও দুই বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।


আজ সোমবার (২৪ মার্চ) রাষ্ট্রপতি তাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। আগামীকাল মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করাবেন। শপথের পর তাদের নিয়োগ কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৫-এর দফা (১)-এর প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক পদে নিয়ো প্রদান করেছেন। শপথের পর থেকে তা কার্যকর হবে।

বাংলাদেশ সেনাবাহিনী জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে,পুনর্বাসনে সহযোগিতা করবে : সেনাপ্রধান পরবর্তী

বাংলাদেশ সেনাবাহিনী জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে,পুনর্বাসনে সহযোগিতা করবে : সেনাপ্রধান

কমেন্ট