ঈদের ট্রেনযাত্রা শুরু, বিক্রি হচ্ছে ফিরতি টিকিট

ঈদের ট্রেনযাত্রা শুরু, বিক্রি হচ্ছে ফিরতি টিকিট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রা আজ থেকে শুরু হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) ভোর ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরুর মাধ্যমে এবারের ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হয়।  

সকাল থেকে বেশ নির্বিঘ্নেই ট্রেনে ঢাকা ছেড়েছেন যাত্রীরা। এখন পর্যন্ত ৪৩টির মধ্যে চারটি আন্তঃনগর ট্রেন ঢাকা ছেড়েছে।

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর প্রধান স্টেশন কমলাপুর রেলস্টেশনের টার্মিনালে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ইতোমধ্যে শেষ হয়েছে ঈদ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি।  

ঈদকে ঘিরে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে রেল কর্তৃপক্ষ। এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ‘ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্টেশন কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। টিকিটবিহীন যাত্রী ঠেকাতে টিটিরা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া র‍্যাব, পুলিশ, আরএনবি, জিআরপির কন্ট্রোল রুম থাকবে। দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস থাকবে। যাত্রীদের কেউ অসুস্থ হলে যেন দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় এ জন্য মেডিকেল ক্যাম্প থাকবে।’


এর আগে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছিল বাংলাদেশ রেলওয়ে। গত ১৪ মার্চ যারা টিকিট কিনেছিলেন, তারা আজ ভ্রমণ করছেন। 

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে।

এদিকে, ঈদুল ফিতর পরবর্তী ফিরতি ট্রেনযাত্রা যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে আজ। সকাল ৮টা থেকে অনলাইনে এ টিকিট বিক্রি শুরু হয়। এরমধ্যে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টায় শুরু হয়েছে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

 

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরে ফিরতি যাত্রার ক্ষেত্রে আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হচ্ছে আজ ২৪ মার্চ। ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ। ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ। ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ। ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ। ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

আপিল বিভাগে নিয়োগ পেলেন আরও দুই বিচারপতি পরবর্তী

আপিল বিভাগে নিয়োগ পেলেন আরও দুই বিচারপতি

কমেন্ট