কূটনীতিতে বাংলাদেশে ভীত কূটনীতির পরিচিত পেয়েছিল, তবে আর নয়: প্রেস সচিব
ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ
ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ ছুটি শেষে আজ শনিবার (৫ এপ্রিল) সকাল থেকেই দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে আসা মানুষের চাপ বেড়েছে। পুরো সদরঘাট জুড়েই এ ভিড় দেখা গেছে।
সরকারি অফিস-আদালত আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে চালু হচ্ছে। যে কারণে আজ শনিবার রাজধানীতে ফিরে আসা মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। আগামীকাল রোববারও একই ধরনের ভিড় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লঞ্চ কর্মীরা বলেন, গত দুদিনের চেয়ে আজ ভিড় বেশি। ঢাকায় ফেরা প্রায় সব লঞ্চ যাত্রীদের রেখে আবার বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার উদ্দেশ্য ছেড়ে গেছে। ফলে টার্মিনালে মানুষ জট ও জনদুর্ভোগ লক্ষ্য করা গেছে। টার্মিনাল থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে।
সদরঘাট ঘুরে এবং বাংলাদেশ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্যানুসারে দেখা যায়, দুপুর পর্যন্ত সদরঘাটে প্রায় ১০০ টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসেছে। ফিরতি এসব যাত্রী ঢাকায় নামিয়ে দিয়ে অনেক লঞ্চই পুনরায় যাত্রী আনতে দ্রুত টার্মিনাল ত্যাগ করেছে।
এ বিষয়ে বিআইডব্লিটিএর কর্মকর্তা আরিফ বলেন, খুব সকাল থেকে এ পর্যন্ত ১০০টির মতো লঞ্চ ঢাকায় এসেছে। আজকে আসা প্রায় সব লঞ্চ ঢাকায় যাত্রী রেখে দ্রুত টার্মিনাল ত্যাগ করেছে।
বিআইডব্লিটিএর কর্মকর্তা আরিফ বলেন, লম্বা ছুটি ছিল এ কারণে মানুষ ধাপে ধাপে ফিরছে। গত দুদিনের তুলনায় রাজধানীতে ফেরা মানুষের চাপ আজ কিছুটা বেড়েছে। চলতি সপ্তাহের মধ্যে রাজধানী অধিকাংশ মানুষ কাজে যোগ দিতে ফিরে আসবে।
এমভি টিপু -১৪ লঞ্চের কর্মচারী রাকিব বলেন, বিগত দিনের তুলনায় আজ একটু ভিড় বেশি। লঞ্চে ভিড় এখন তেমন দেখা যায় না। ঈদের আগের দুদিন এবং ঈদের ছুটির শেষ দুদিন শুক্রবার ও শনিবার মানুষের চাপ থাকা স্বাভাবিক।
কমেন্ট