প্রধান উপদেষ্টার সঙ্গে ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি ক্যাংলেটের।
সোমবার (৭ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সাক্ষাৎকালে তারা ফিলিপাইন এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
তারা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরো দৃঢ় করতে সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করেন।
আলোচনায় কৃষি ও শিক্ষার মতো সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলো তুলে ধরা হয় এবং উভয় পক্ষ ফিলিপাইন-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যতের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।
রাষ্ট্রদূত নিনা পি কেইনলেট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রেসিডেন্ট বংবং মার্কোস ও ফিলিপাইনের জনগণের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা জানান।
কমেন্ট