যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আসছেন বুধবার
'এবারের বিনিয়োগ সম্মেলনে প্রায় ৪৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করেছেন'
এবারের বিনিয়োগ সম্মেলনে প্রায় ৪৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করেছেন। অবশ্য কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুজনও এসেছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ তথ্য জানিয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের সমাপনী প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি। এতে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব ও প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
এবারের বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ৫৫০ জন বিদেশি বিনিয়োগকারী রেজিস্ট্রেশন করেছিল জানিয়ে নাহিয়ান রহমান রোচি বলেন, আজকে পর্যন্ত ৪০০ থেকে ৪৫০ বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ সম্মেলনে এসেছেন। অবশ্য কোন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুজনও এসেছেন। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণাঙ্গ তালিকা ও কী পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে তা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। এই তথ্য পেতে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা তা পাওয়া মাত্র আপনাদের জানিয়ে দিব।
কমেন্ট