পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, পররাষ্ট্রস‌চিব মো. জসীম উ‌দ্দিনের স‌ঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়াবিষয়ক নিকোল এন চুলিক ও পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ২টা ৩৭ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তারা। প্রটোকল অনুযায়ী, মা‌র্কিন প্রতি‌নি‌ধিদল সং‌শ্লিষ্টদের স‌ঙ্গে আলাপ করবেন। 

কূটনৈতিক সূত্রে জানা যায়, বৈঠকগুলোতে ঢাকার পক্ষে বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক আরোপ প্রসঙ্গ, অন্তর্বর্তী সরকারের সংস্কার অগ্রগতি, বাংলাদেশের জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণে মার্কিন সহায়তা চাওয়া হতে পারে।

এদিকে, ওয়াশিংটনের অ্যাজেন্ডায় থাকছে মিয়ানমারের সার্বিক পরিস্থিতিসহ রোহিঙ্গা প্রসঙ্গ। এক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তা বিবেচনায় উভয়পক্ষ দেশটি নিয়ে যার যার অবস্থান জানতে চাইতে পারে। এ ছাড়া অবৈধ অভিবাসী ফেরতসহ ভূরাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্কের ধরন এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনার টেবিলে রাখতে পারেন ট্রাম্পের কর্মকর্তারা।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপড়েন চলছে।

অন্যদিকে, চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক দৃশ্যমান। সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীন সফর করেছেন। এরইমধ্যে ওয়াশিংটন এ সফর সম্পর্কে ঢাকার কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছে। ঢাকার পক্ষ থেকে তার জবাবও দেওয়া হয়েছে।
মার্কিন প্রতিনিধি দলের সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা হতে পারে।

ছয় দফা দাবি আদায়ে বৈঠকে অসন্তুষ্টির কথা জানিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের পরবর্তী

ছয় দফা দাবি আদায়ে বৈঠকে অসন্তুষ্টির কথা জানিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

কমেন্ট