নিজস্ব সার্ভিস কমিশন গঠনের উদ্যোগ গ্রহণ করেছে ইসি

নিজস্ব সার্ভিস কমিশন গঠনের উদ্যোগ গ্রহণ করেছে ইসি

নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের জন্য নিজস্ব সার্ভিস কমিশন গঠনের উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে।

আজ বুধবার (২৩ এপ্রিল) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

কে এম আলী নেওয়াজ বলেন, নির্বাচন কমিশনের জন্য আলাদা সার্ভিস কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কমিশনের দ্বিতীয় কমিশন সভায় সার্ভিস কমিশনের বিষয়ে আলাপ হয়। কমিশনাররা আমাদের আইনকানুন ঘাঁটাঘাঁটি করতে বলেন। ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। বিভিন্ন সার্ভিস কমিশনের আইন-বিধি পর্যালোচনা করে একটি প্রস্তাব কমিশনে পেশ করা হবে।


ইসি সচিবালয় সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশনের কমিশন সভায় সিদ্ধান্ত হয়, সচিবালয়ের কর্মকর্তাদের আলাদা সার্ভিস কমিশন গঠনের। এ সংক্রান্তে গঠিত কমিটি বিভিন্ন সার্ভিস কমিশনের আইন ও বিধি পর্যালোচনা করছেন। পর্যালোচনা শেষে কমিশনে একটি লিখিত প্রস্তাব পেশ করবে কমিটি।

জানা যায়, বাংলাদেশ ইলেকশন সার্ভিস কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজকে সভাপতি করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।


নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সংস্কার প্রতিবেদনে নির্বাচন কমিশনের (ইসি) জন্য আলাদা সার্ভিস কমিশন গঠনের সুপারিশ করেছে। 

সংকট বাংলাদেশ মনে করে, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হচ্ছে টেকসই প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা পরবর্তী

সংকট বাংলাদেশ মনে করে, রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হচ্ছে টেকসই প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা

কমেন্ট