আড়িয়াল বিলের প্রাকৃতিক বৈচিত্র্য নষ্ট হতে রক্ষায় চেকপোস্ট বসানো হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ পদক পাচ্ছেন ৬২ পুলিশ সদস্য
সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এ বছর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ৬২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য। বিগত কয়েক বছরের তুলনায় এবার পদকপ্রাপ্তদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সাহসিকতা ও সেবার জন্য চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। সেগুলো হলো- বিপিএম (সাহসিকতা), বিপিএম (সেবা), পিপিএম (সাহসিকতা) ও পিপিএম (সেবা)। চলতি বছরের পদকপ্রাপ্তদের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। শিগগিরই গেজেট আকারে বিষয়টি প্রকাশ করা হবে।
আগামী ২৯ এপ্রিল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী দিনের বিশেষ দরবার শেষে পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে বিপিএম ও পিপিএম তুলে দেবেন তিনি।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এবারের পদকপ্রাপ্তদের বাছাইয়ে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা হয়েছে। শুধুমাত্র যারা তাদের দায়িত্ব পালনকালে সাহসিকতা ও সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদেরকেই এ সম্মাননা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় অনুষ্ঠিত হতে যাওয়া এই পুলিশ সপ্তাহ নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কমেন্ট