বারবার শৌচাগারে যাওয়ায় চাকরি গেল নারীর
কেবল শৌচাগারে যাওয়ার কারণে চাকরি থেকে বরখাস্ত হলেন এক নারীকর্মী।
এমন অভিযোগ উঠেছে— ই-কমার্স জায়ান্ট কোম্পানি অ্যামাজনের বিরুদ্ধে।
এদিকে তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে দাবিতে অ্যামাজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন ওই নারীকর্মী। এ জন্য ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ চেয়েছেন তিনি।
তবে বারবার শৌচাগারে যাওয়ার বিষয়টি অবশ্য স্বীকার করেছেন মারিয়া জেনাইট অলিভেরো নামের এক অভিযোগকারী নারী। বিষয়টি ইচ্ছাকৃত নয় বলে জানিয়েছেন মারিয়া।
তিনি বলেন, আমি ইরিট্যাবল বয়েল সিন্ড্রোমে ভুগছি। এ জন্য আমাকে দিনে বেশ কয়েকবার শৌচাগারে যেতে হয়, যা কখনও কখনও দিনে ৬ বার হয়ে যায়।
কিন্তু অ্যামাজনের দাবি, চাকরি থেকে বাদ দেওয়ার আগে ওই নারীর কাছ থেকে বেশ কয়েকবার এই রোগের ডাক্তারি সার্টিফিকেট চাওয়া হয়েছিল। কিন্তু তা তিনি দেখাতে পারেননি। এর পর ওই পদে চাকরির জন্য তাকে অযোগ্য মনে করে প্রতিষ্ঠান।
এ বিষয়ে মারিয়া জেনাইট অলিভেরো বলেন, আমি অ্যামাজনের গোডাউনে কাজ করতাম। তারা আমার অসুখের বিষয়টি বিশ্বাস করছিল না। সার্টিফিকেট দেখাতে ৫ দিনের সময় দেয় আমাকে। আমি ওই সময়ের মধ্যে তা দেখাতে ব্যর্থ হলে কোনো ব্যাখ্যা ছাড়াই তাৎক্ষণিকভাবে আমাকে বরখাস্ত করা হয়।
কমেন্ট