২২ বছর পর বরফে মিলল পর্বতারোহীর মরদেহ, ছিল ‘অক্ষত’
পেরুতে জলবায়ু পরিবর্তনের কারণে পর্বতের বরফ গলে যাওয়ার পর এক মার্কিন পর্বতারোহীর দেহ পাওয়া গেছে। দেশটির পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে। ২২ বছর আগে একটি বরফাচ্ছন্ন পর্বতের চূড়ায় আরোহণের সময় তিনি নিখোঁজ হয়েছিলেন।
পুলিশের তথ্য অনুসারে, আন্দিজ পর্বতমালায় কর্ডিলেরা ব্লাংকা রেঞ্জে বরফ গলে যাওয়ায় উইলিয়াম স্ট্যাম্পফ্ল নামের এই পর্বতারোহীর দেহ পাওয়া যায়।
তার পাসপোর্ট, জামাকাপড়, বর্ম ও বুটও পাওয়া গেছে। পাসপোর্ট দেখেই তার দেহ শনাক্ত করা হয়েছে।
স্ট্যাম্পফ্ল ২০০২ সালের জুনে নিখোঁজ হয়েছিলেন। তখন তার বয়স ছিল ৫৯ বছর।
ওই সময় হুয়াসকারান পর্বতে ২২ হাজার ফুট ওপরে তুষারপাত পর্বতারোহণকারী দলকে চাপা দেয়। তখন অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালালেও তাদের পাওয়া যায়নি।
হুয়াসকারান ও কাশানের মতো বরফাচ্ছন্ন পেরুর উত্তর-পূর্বাঞ্চলের পর্বতগুলো সারা বিশ্বের পর্বতারোহীদের কাছে বেশ প্রিয় জায়গা। এর আগে গত মে মাসে একই পর্বতে নিখোঁজের প্রায় এক মাস পর এক ইসরায়েলি আরোহীর লাশ পাওয়া যায়।
গত মাসে আরেকটি আন্দিয়ান চূড়ায় ওঠার সময় এক অভিজ্ঞ ইতালীয় পর্বতারোহী পড়ে গিয়ে মারা যায়। পরে তার দেহ উদ্ধার করা হয়েছে।
কমেন্ট