কোন বয়স থেকে সন্তানকে মানসিক স্বাস্থ্যের পাঠ শেখাবেন

কোন বয়স থেকে সন্তানকে মানসিক স্বাস্থ্যের পাঠ শেখাবেন

সন্তানের স্বাস্থ্য নিয়ে সব বাবা-মায়েরই মাথাব্যথার শেষ নেই। কিছু হলেই চিকিৎসকের কাছে ছুটে যান তারা। তবে সন্তানের মনের হাল নিয়ে তারা খুব একটা চর্চা করেন না। সেই দিকটা অবহেলিতই রয়ে যায়।

আর সেই অবহেলার ফাঁকে কিছু বাচ্চার ব্রেনের ভেতর ঢুকে ভয়, উৎকণ্ঠা, উদ্বেগ থেকে শুরু করে একাধিক সমস্যা। 
সচেতনতার অভাবে এ বিষয়টি গোপনই থেকে যায়। তাই মনোরোগ বিশেষজ্ঞরা ছোট থেকেই সন্তানের মানসিক স্বাস্থ্যের পাঠ দেওয়ার পরামর্শ দিচ্ছেন। এমনকি বাবা-মায়েদেরও ছোটদের মনের জগৎ সম্পর্কে জানতে বলছেন।


একমাত্র এই নিয়মটা মেনে চললেই সন্তানের সব মানসিক বাধা অনায়াসে চলে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আজকের প্রতিবেদনে জানাব এমন কিছু টিপস। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
আরো পড়ুন

ঘুমানোর সময় মোবাইল কত দূরে রাখা উচিত? পরবর্তী

ঘুমানোর সময় মোবাইল কত দূরে রাখা উচিত?

কমেন্ট