নিউরন নিয়ন্ত্রণে বৈপ্লবিক আবিষ্কার

নিউরন নিয়ন্ত্রণে বৈপ্লবিক আবিষ্কার

মস্তিষ্কের স্নায়বিক রোগের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তন আনতে বিজ্ঞানীরা এমন এক পরিধানযোগ্য যন্ত্র তৈরি করেছেন। এটা মস্তিষ্কের নিউরনের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এর গবেষকরা এই যন্ত্রটি তৈরি করেছেন। যা বিশেষভাবে মাল্টিপল স্ক্লেরোসিসসহ (এমএস) নানা স্নায়বিক রোগের চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখবে।

 
এই বিশেষ পরিধানযোগ্য যন্ত্রটি মূলত মানুষের কোষ দিয়ে তৈরি এবং এটি মস্তিষ্কের নির্দিষ্ট নিউরনের সঙ্গে যুক্ত করা যায়। যন্ত্রটি নিউরনের কার্যক্রমে যে বৈদ্যুতিক সংকেতের প্রবাহে কোনো বাধা তৈরি হয়, তা পর্যালোচনা করে এবং পুনরুদ্ধার করতে সাহায্য করে।

যন্ত্রটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, এটি নির্দিষ্ট আলোর সংস্পর্শে এসে নিউরনের সংযোগগুলোকে সক্রিয় করতে পারে। অথচ কোনো ক্ষতি করে না।

 
এ যন্ত্র তৈরিতে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন ‘অ্যাজোবেনজিন’ নামের একটি বিশেষ উপাদান, যা আলোতে সংবেদনশীল। আলোর নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে এটি সক্রিয় হয় এবং স্নায়ু কোষগুলোর চারপাশে আবরণ তৈরি করে, যা স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এতে করে নিউরনের কার্যকারিতা বাড়ে এবং স্নায়বিক সংকেত ভালোভাবে চলাচল করতে পারে।

এই যন্ত্রের মাধ্যমে নিউরনের বৈদ্যুতিক, অপটিক্যাল এবং তাপীয় সংকেত পর্যালোচনা করা যাবে।


ফলে মস্তিষ্কের গভীরের কার্যক্রম সম্পর্কে তথ্য জানতে সহায়তা করবে। বিশেষত, যেসব ক্ষেত্রে নিউরনের কার্যক্ষমতা কমে যায় বা সঠিকভাবে কাজ করতে পারে না।

 
সেসব ক্ষেত্রে এই যন্ত্র উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এটি পরিধানযোগ্য হওয়ায় সহজে ব্যবহারযোগ্য এবং রোগীর চিকিৎসায় অনেক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

এমআইটি গবেষকরা আশা করছেন, এই যন্ত্রটি দিয়ে ভবিষ্যতে আরও উন্নত চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা সম্ভব হবে।


ফলে মস্তিষ্কের রোগগুলো আরও গভীরভাবে বোঝার এবং তাদের নিরাময়ের নতুন কৌশল খুঁজে বের করার সুযোগ করে দেবে।

সেই দুবাই শেখের স্ত্রীর বিলাসবহুল জীবনে ‘কঠোর শর্তের বেড়াজাল’ পরবর্তী

সেই দুবাই শেখের স্ত্রীর বিলাসবহুল জীবনে ‘কঠোর শর্তের বেড়াজাল’

কমেন্ট