বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি, শাহবাগে অবস্থান কর্মসূচি
ওজন কমানোর ওষুধ কমাতে পারে কিডনি রোগের ঝুঁকি
বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাপনে আমাদের অনেকেরেই ওজন মাত্রাতিরিক্ত বেড়ে যাচ্ছে। অনেকে ডায়েট বা ব্যয়ামের মাধ্যমে ওজন কমাতে চাইলেও তা নিয়মিত করা সম্ভব হয় না। তাই তারা ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তবে এই ওজন কমানোর ওষুধ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে মতানৈক্যও দেখা গেছে।
তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ওজন কমানোর জন্য ব্যবহৃত গ্লুকাগন-লাইক পেপটাইড-১ (জিএলপি-১) রিসেপ্টর অ্যাগোনিস্টস ওষুধ কিডনির কার্যক্ষমতা হ্রাস, কিডনি ব্যর্থতা এবং কিডনি রোগে মৃত্যুর ঝুঁকি প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমাতে পারে।
এই ওষুধের প্রভাব নিয়ে সবচেয়ে বড় এবং বিস্তৃত গবেষণাটি প্রকাশিত হয়েছে ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি জার্নালে। গবেষণায় ৮৫ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর নিয়ে ১১টি বৃহৎ-ক্লিনিকাল ট্রায়ালের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণার গুরুত্বপূর্ণ ফলাফল
কিডনি রোগ: জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্টস ব্যবহারে কিডনি ব্যর্থতার ঝুঁকি ১৬% এবং কিডনির কার্যক্ষমতা হ্রাসের ঝুঁকি ২২% কমাতে পারে।
মৃত্যুর ঝুঁকি: কিডনি ব্যর্থতা, কার্যক্ষমতা হ্রাস এবং কিডনি রোগজনিত মৃত্যুর সম্মিলিত ঝুঁকি ১৯% কমেছে।
কার্ডিওভাসকুলার স্বাস্থ্য: ওষুধটি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি ১৪% কমাতে সাহায্য করে।
ওষুধের প্রভাব ও গুরুত্ব
গবেষণার প্রধান লেখক প্রফেসর সুনীল বদভে বলেন, এই গবেষণাটি প্রথমবারের মতো দেখিয়েছে যে জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্টস কিডনি রোগের শেষ পর্যায় বা কিডনি ব্যর্থতার ঝুঁকি কমাতে কার্যকর। এটি কিডনি ও হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি আরো জানান, ক্রনিক কিডনি রোগ একটি গুরুতর সমস্যা। এটি রোগীদের জীবনযাত্রার মান কমিয়ে দেয় এবং চিকিৎসা খরচ বহুলাংশে বাড়িয়ে তোলে।
গ্লোবাল পরিসংখ্যান
বর্তমানে বিশ্বব্যাপী প্রতি ১০ জনের ১ জন ক্রনিক কিডনি রোগে আক্রান্ত। ২০৫০ সালের মধ্যে এটি বিশ্বব্যাপী মৃত্যুর পঞ্চম প্রধান কারণ হয়ে উঠবে বলে অনুমান করা হচ্ছে। প্রফেসর ভ্লাদো পারকোভিচ বলেন, এই গবেষণা ক্রনিক কিডনি এবং হৃদরোগ ব্যবস্থাপনার গাইডলাইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এবং জিএলপি-১ রিসেপ্টর অ্যাগোনিস্টসের অ্যাক্সেস বাড়াতে সহায়তা করবে।
গবেষকরা জানান, এই ওষুধ কেবল টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য নয়, বরং যারা কার্ডিওভাসকুলার রোগে ভুগছেন কিংবা অতিরিক্ত ওজন বা স্থূলতায় আক্রান্ত, তাদের জন্যও কার্যকর হতে পারে।
কমেন্ট