যারা বিশৃঙ্খলা করবে তাদের ঠাঁই বিএনপিতে হবে না: নেতাকর্মীদের ফখরুল

যারা বিশৃঙ্খলা করবে তাদের ঠাঁই বিএনপিতে হবে না: নেতাকর্মীদের ফখরুল

দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের নামে চাঁদাবাজিসহ নানা অভিযোগ আসছে। এসব কর্মকাণ্ডে বিএনপির যেসব নেতাকর্মী জড়িত থাকবে, দলে তাদের কোনো ঠাঁই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেছেন, বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।


যারা বিশৃঙ্খলা করবে তাদের ঠাঁই বিএনপিতে হবে না। 
শনিবার (৩১ আগস্ট) ‍দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফখরুল আরো বলেন, কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এলে তাকে ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। 

ষড়যন্ত্র চলছে দাবি করে ফখরুল বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে।


আজ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। আপনারা সবাই সজাগ থাকবেন।
নির্বাচনের জন্য বিএনপি সরকারকে সময় দেবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, নতুন যে সরকার সেটি মাত্র ২০-২২ দিন হলো। আমরা তাদের সময় দিতে চাই।


আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি, যাতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে পারে।
তিনি বলেন, ‘আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি, যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায়, তবেই জনগণের আস্থা ফিরবে। তাই আমরা এই সরকারকে বলেছি, একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূইয়া, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন প্রমুখ।

ইনু-মেনন-মানিকের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মানহানি মামলা পরবর্তী

ইনু-মেনন-মানিকের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মানহানি মামলা

কমেন্ট